কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোনালিরকুটি গ্রামে দরিদ্র কৃষক নজরুল ইসলামের ভোগদখলীয় জমি জবরদখলের ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নজরুল ইসলাম।
লিখিত অভিযোগে তিনি জানান, তার পৈত্রিক সূত্রে পাওয়া ও দলিলমূলে ক্রয়কৃত ৩৩ শতকের জমির মধ্যে ৫ শতক জমি গায়ের জোরে দখল করেছে এলাকার একটি প্রভাবশালী চক্র। অভিযুক্তরা হলেন: আব্দুল মালেক, আব্দুর রহমান, আবুল হোসেন, ইদ্রিস আলী, আব্দুল জলিল, তৈয়ব আলী, জিয়া, ইয়াকুব, আঃ খালেক ও হক সাহেব। এদের অধিকাংশই প্রভাবশালী রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
নজরুল ইসলামের দাবি, এসব অভিযুক্তরা প্রথমে জমিতে ঘর নির্মাণ করে জবরদখল করে নেয়। এরপর ২০২৪ সালের ১০ এপ্রিল তার পিতা জহুর আলী ও চাচা ওহাব আলীকে ঘর সরিয়ে নেওয়ার জন্য হুমকি দেয় এবং প্রাণনাশের ভয় দেখায়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক শালিস বৈঠক হয়, যেখানে প্রতারণার মাধ্যমে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
পরবর্তীতে ২৪ জুলাই ২০২৪ তারিখে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে নজরুল ইসলামের বসতবাড়ির ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি করে। নজরুল ইসলামের দাবি, অভিযুক্তরা ইতোমধ্যে জমি বিক্রয়ের বায়না ধরে নগদ ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারিতে জমি ও স্ট্যাম্প ফেরতের জন্য আবারো সালিশ করা হলে অভিযুক্তরা তা অস্বীকার করে এবং উল্টো মিথ্যা মামলার ভয় দেখায়। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সহায়তায় তাকে ও তার পরিবারকে গ্রামছাড়া করার পাঁয়তারা করছে।
নজরুল ইসলাম এই পরিস্থিতির অবসানে বৈষম্য বিরোধী অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন সরকারের হস্তক্ষেপে তারা ন্যায়বিচার পাবেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin