সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলে এ ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ এনামুল ইসলাম পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.ওমর ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মহসিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোয়েব মাহমুদ, আলা উদ্দিন, মাহবুব আলম শুভ, মোঃ আরিফ চৌধুরী, মোজাম্মেল হক ভূঁইয়া, বিদ্যুৎ তালুকদার, জহিরুল ইসলাম, পিংকু সরকার, ফাতেমা তুজ জোহরা, বরকত উল্লাহ, হাজেরা বেগম, আয়শা আক্তার, আশরাফুল আলম, মো: মাশরুফ আহমদ, ফাতেহা বেগম, ফুটন তালুকদার, লয়েছ উদ্দিন, ঝুটন তালুকদার, মোঃ জসিম উদ্দিন দূর্জয়, মিল্লাত হোসেন, চন্দন কুমার চৌধুরী, শুভাশীষ শেখর দাশ, কামরুল হালান, নারায়ণ বিশ্বাস, সাদেক আহমদ, তোফায়েল আহমদসহ প্রশিক্ষণে অংশ নেয়া কৃষক-কৃষাণী, ঈমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin