সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভাটিবাংলা এল.পি.এস ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে সৃজনশীলতা বিকাশে এই আয়োজনটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
আগামীকাল শনিবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার।
পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাস জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্ব লাভ করে। শনিবার সোহম দাসের সংবর্ধনা অনুষ্টান উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাটি তিনটি গ্রæপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয় -প্রথম ও দ্বিতীয় শ্রেণী: ‘ক’ গ্রুপ,তৃতীয় ও চতুর্থ শ্রেণী: ‘খ’ গ্রুপ পঞ্চম শ্রেণী ‘গ’ গ্রুপ । এ তিনটি গ্রæপের প্রত্যেক গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রীতিভুষন দাস। অন্যদিকে, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, অসিম রায় চৌধুরী,অঞ্জলি নৃত্য নিকেতন'র প্রতিষ্ঠাতা পরিচালক আবৃত্তি শিক্ষক সুচিতা রায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin