মোঃ মুমিনুল ইসলাম মনিয়া কানাইঘাট (সিলেট )প্রতিনিধ :
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর রহিয়াছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের দিক নির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে এসআই(নিঃ) হাফিজুর রহমান, এসআই(নিঃ) খোকন চন্দ্র সরকার, এসআই(নিঃ) শাহ আলম, এএসআই(নিঃ) মোজাম্মেল ইসলাম রিপন সঙ্গীয় ফোর্সসহ ইং ০৩/০৭/২০২৫ তারিখ দিবাগত রাতে কানাইঘাট থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে কানাইঘাট ননজিআর-১০/২৪ এর ওয়ারেন্টভূক্ত আসামী ১। ফাহিম আহমদ (২৬), পিতা-হাছন আলী, ২। হাছন আলী (৬০), পিতা-তৈয়ব আলী, ৩। আশরাফ উদ্দিন (২৫), পিতা-নিজাম উদ্দিন, ৪। নিজাম উদ্দিন (৫৫), পিতা-মৃত তৈয়ব আলী, সর্বসাং-কাদিরগ্রাম, থানা-কানাইঘাট, জেলা-সিলেটদেরকে গ্রেফতার সহ অফিসার ইনচার্জ কানাইঘাট থানা, সিলেট এর নেতৃত্বে অপর আরেকটি আভিযানিক টিম কানাইঘাট থানার মামলা নং-০১(০৭)২৫ (গনধর্ষণ) মামলার এজাহারনামীয় আসামী ১। শুভংকর দাস (২৭), পিতা-মৃত নিখিল দাস, সাং-উমাগড়, ২। বাবুল আহমদ (২৮), পিতা-ফরিদ আহমদ, সাং-বীরদল কচুপাড়া, ৩। ফাহাদ মিয়া (২৫), পিতা-বাবুল মিয়া, সাং-চটিগ্রাম, সর্বথানা-কানাইঘাট, জেলা-সিলেটদেরকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদেরকে অদ্য ০৪/০৭/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin