স্টাফ রিপোর্টার:
আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সেই আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত ( Stayed) করেছে। এবং BIWTA-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যে, কেন এই আদেশ বাতিল করা হবে না। ফলে সুরমা নদীতে বিআইডব্লিউটিএ'র টোল আদায় আরো ৬ (ছয়) মাস পুর্বের ইজারাদার করতে পারবেন।
গত ০৪.০৬.২৫ ইং তারিখের মিস আপীল নং ১১৯/২০২৫ মামলার আদেশ বাতিল করা হবেনা অথবা আদালত আর কোন নির্দেশ জারি করবেনা। ০৪.০৬.২৫ ইং তারিখের আদেশ ৬ মাসের জন্য স্থগিত (Stayed) করা হয়েছে।
গত ২৩ জুন ২৫ ইং হাইকোর্টের বিচারপতি এ কেএম রবিউল হাসান এই স্থগিতাদেশ (Stayed) দিয়েছেন। এই মামলাটি পরিচালনা করেছেন, হাইকোর্টের সিনিয়র আইনজীবী মোঃ কামরুজ্জামান কচি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin