স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ব্রহ্মটেকা গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই শিশু সহ সাতজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—ব্যবসায়ী শফিক মিয়া (৪৫), তাঁর স্ত্রী রুলি বেগম (৩২), মেয়ে সামিরা বেগম (৫), ভাই রকিব মিয়া (৪০) ও রকিবের আড়াই বছর বয়সী কন্যা সাবিহা বেগম। এছাড়া প্রতিবেশী রুহুল মিয়া (৪৫) ও সেলিম মিয়া (৪৮) হামলা ঠেকাতে গিয়ে আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মটেকা গ্রামের শফিক মিয়ার সঙ্গে প্রতিবেশী দুই ভাই লিমন মিয়া ও লিটন মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। শুক্রবার রাতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিস হয়। সালিসে উভয় পক্ষকে ১০ হাজার টাকা করে আমানত রাখার সিদ্ধান্ত হয় এবং পরদিন শনিবার সকাল ১০টায় দ্বিতীয় দফা সালিসের কথা ছিল।তবে সালিসের কিছুক্ষণ পর রাতেই লিমন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শফিক মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে বাড়ির পুরুষ-মহিলা ও শিশু সহ আহত হন। ঘটনার পরপরই আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর তিনজনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।আহত শফিক মিয়া' স্ত্রী রাতেই কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ লিমন ও লিটন মিয়ার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করেও তাঁদের পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, ঘটনার পর থেকে তাহারা বাড়িছাড়া।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, “ভাটেরা ব্রহ্মটেকা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ পেয়েছি। একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin