স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাাথ ধাম অঙ্গনে ভারতীয় উপ-মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম শ্রী-শ্রী জগন্নাথ দেবের ১৫৮তম রথযাত্রা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে । হিন্দু সম্প্রদায়ের এ প্রাণের উৎসব রথযাত্রাকে ঘিরে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার এলাকার হিন্দু লোকজনের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য পরিলক্ষিত হয়।
স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির তত্ত্বাবধানে প্রায় মাস ব্যাপী এ রথযাত্রা ও মেলাকে সফল ও শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ২৭ জুন শুক্রবার বিকেল ৪টায় জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা ভক্তবৃন্দরা পূজা, অর্চনা ও অর্ঘ্য দিয়ে রথ শোভাযাত্রা টেনে এবং এক সপ্তাহ পর অর্থাৎ আগামী শুক্রবার বিকেলে অনুরূপ ভক্তবৃন্দ রথ টেনে পূর্বের জায়গায় নিয়ে সমাপ্ত করবেন।
এদিকে প্রায় মাসব্যাপী এ রথযাত্রাকে ঘিরে সাচার উচ্চ বিদ্যালয় এলাকা, মন্দির ও মেইন সড়ক এলাকার দু-পাশে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা বিভিন্ন পসরা সাজিয়ে দোকান দিয়েছেন। এদিকে সাচারের ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে নির্বিঘ্নে অনুষ্ঠিত করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আজিজুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin