স্টাফ রিপোর্টার :
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল মদসহ সুজন মিয়া(২৯) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬জুন) দিবাগত রাতে এক অভিযানে মাদকসহ সুজন মিয়াকে আটক করা হয়। আটককৃত সুজন মিয়া উপজেলার বুরুঙ্গা পুড়াবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র ওসি সালেমুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে
বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল ভারতীয় মদসহ সুজন মিয়াকে আটক করা হয়। ডিবি'র ওসি সালেমুজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে শুক্রবার সকালে জানান, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত সুজন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার দুপুরে আটককৃত সুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin