স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামত করে দিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মোশারফ হোসেন।
২৬ জুন (বৃহস্পতিবার) সকাল থেকে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিধইল গ্রামের একমাত্র রাস্তা (ফোকপাল পাঁকা সড়কের মাথা হতে সিধইল বিয়েগাছ তোলা) পর্যন্ত সংস্কার করা হয়েছে।
জানা যায়, সিধইল গ্রামের রাস্তাটি অনেক বছর যাবৎ জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়। মানুষের চরম দুর্ভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগে তিনি তা নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দেন। এর আগেও তিনি সিধইল গ্রামের মাঝের কয়েকটি রাস্তা সংস্কার করেন নিজের অর্থায়নে।
তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে সব সময় সহযোগিতা করে যাচ্ছেন।
আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো, আমি ভবিষ্যতে যে কোন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করব এবং সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। সর্বশেষে তিনি জিয়া পরিবারের জন্য সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin