সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে প্রায় ১২ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি।
শুক্রবার (২৭জুন)গভীর রাতে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা নামক স্থানে ১২৮ বোতল ভারতীয় মদের চালান আটক করে বিজিবি।
বিজিবি তথ্যসুত্রে জানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি আওতাধীন সীমান্ত পিলার ১১৯৮/এমপি হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে পুর্ব লাকমা নামক স্থান হতে ১২৮ বোতল ভারতীয় মদের চালান আটক করে। এছাড়াও অন্য একটি পৃথক অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮বিজিবি অধীনস্থ চিনাকান্তি বিওপির সীমান্ত এলাকা থেকে ১০ হাজার প্যাকেট ভারতীয় বিড়ি আটক করে বিজিবি সদস্যরা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় বিড়ি শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin