চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলা হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার উপ পরিচালক কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান, চুনারুঘাট উপজেলা ভুমি অফিসার মাহবুব আলম মাহবুব।
সার্বিক বিষয় উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্নাব সভাপতি মোঃ ফারুক উদ্দিন চৌধুরী, শানখলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, পাইকপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সায়েম মিয়া।। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ছাড়াও কৃষক- কৃষানী, শিক্ষক সাংবাদিক, জনপ্রতিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন যোগ দেন।