কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় তিতাস উপজেলার উত্তর বলরামপুর এর স্বেচ্ছাসেবী সংগঠন মাইজভাণ্ডারী যুব কাফেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) মাইজভান্ডারী যুব কাফেলার প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী যুব কাফেলার সভাপতি জাহিদ হাসান প্রলয় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর হযরত শাহছুফী সৈয়দ সহিদ উদ্দিন আহমদ আল-মাইজভাণ্ডারী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক সরকার ,সাধারন সম্পাদক জুয়েল সিকদার ,সাংগঠনিক সম্পাদক আশিক সরকার প্রমুখ। অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, এবং এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন। পরে ক্বিরাত, হামদ-নাত পরিবেশনা এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাইজভান্ডারী তরিকার এই যুব কাফেলার সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ধর্মীয় ও সামাজিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে এগিয়ে নিতে মাইজভান্ডারী যুব কাফেলা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, এবং এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন। পরে ক্বিরাত, হামদ-নাত পরিবেশনা এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin