কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা দেবিদ্বারে নিজেকে নবী দাবী করে বিভ্রান্তি সৃষ্টি করা একটি ভিডিও ভাইরাল হলে মমিন (৪০) নামে এক জনকে আটক করে দেবিদ্বার থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) রাতে দেবিদ্বার থানা পুলিশ তাকে আটক করে। দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস আটকের বিষয়টি নিশ্চিত করছেন। আটককৃত মোহাম্মদ মমিন পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত রশিদ মেম্বারের ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় , উপজেলার পৌর এলাকার দক্ষিন ভিংলাবাড়ী (আলিয়াবাদ) এলাকায় মমিনের মুদি দোকানে স্থানীয় এক সাংবাদিককে বলেন আমি নবুওত পেয়েছি, আল্লাহ তায়ালা বিশ্ববাসীর জন্য আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন ! কালিমা হচ্ছে ' আশহাদু আল্লাহ ইলাহা মুমিনুল্লাহ'! আল্লাহ তায়ালা আমাকে তার হাবিব বলে ঘোষণা করেছেন। আমি ঘরে শুয়া অবস্থায় আল্লাহ আমার চোখে নূর দিয়ে দিলেন! আমার ঘর নূরের আলোতে আলোকিত হয়ে গেলো। ঘরের চলা থাকার পরও আমি আল্লাহ তায়ালাকে আরশে আজিমে দেখি। যারা আমাকে বিশ্বাস করে ঈমান আনবে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। আমার পরেও যুগে যুগে বহু নবী আসবেন, কোরআনের কোথাও বলা নেই যে আর নবীর আগমন হবে না।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, মোহাম্মদ মমিন নামে একজন নিজেকে নবী দাবী করা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা আমারা দেখতে পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে হবে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin