বিশেষ প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে এক রোগীর কাছ থেকে টাকা দাবি এবং হাসপাতালে চালসহ নানা অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক।
মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযান শেষে দুদক জানায়, হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাইয়ুম চিকিৎসার জন্য এক রোগীর কাছে টাকা দাবি করেন। এক রোগীর কাছ থেকে ১,৩০০ টাকা নেওয়ার ঘটনাও প্রমাণিত হয়েছে। এছাড়া, হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য বরাদ্দ মিনিকেট চালের পরিবর্তে কম মূল্যের মোটা চাল ব্যবহারের অভিযোগও সত্য বলে প্রমাণ পেয়েছে দুদক। দুদক সূত্র জানায়, এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin