নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মসজিদের ইমাম ছেলের মারপিটে মা, বাবা ও দুই বোনসহ চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিশা সরদার পাড়া গ্রামে। আহতরা হলেন একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শামসুদ্দিন (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৫), দুই মেয়ে মর্জিনা(৩৫) ও শামসুন্নাহার (২৮)। আহতদের মধ্যে শামসুদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর তিনজনকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। আহতদের শামসুদ্দিনের ছেলে মসজিদের ইমাম হাফেজ সোহেল রানা(২৬), তার ভাই মঞ্জুরুল (৪০) ও মঞ্জুরুলের স্ত্রী নাসিরিন(৩০) এবং ভগ্নিপতি ছবির উদ্দিনের ছেলে মিলন (৪৫) মারপিট করেছেন বলে জানাগেছে। এব্যাপারে চারজনকে আসামী করে শনিবার পোরশা থানায় একটি মামলা করেছেন আহত শামসুদ্দিনের জামাই শরিফুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ সোহেল রানা, মঞ্জুরুল ও মিলনকে তাদের নিজনিজ বাড়ি থেকে আটক করেছেন। অপর আসামী নাসরিন পলাতক রয়েছে বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই গাউছুল আজম জানান, আসামী চারজনের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামী নাসরিনকে ধরার চেষ্ঠা চলছে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin