দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
দোয়ারাবাজারে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
অবস্থান কর্মসূচিতে বক্তারা দাবি জানান—নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা সমমানের স্বীকৃতি, ১৪তম গ্রেড প্রদান, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ এবং বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ। এছাড়া তাদের ৬ দফা দাবির মধ্যে অন্যান্য মৌলিক দাবি থাকায় তা দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সুনামগঞ্জ জেলার সভাপতি অসোক কুমার দাস, উপজেলা সহসভাপতি সেবরাজ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান রাজু, আব্দুস সাত্তার, নূরজাহান, আল আমিন, আনসারী, বন্যা রাণী, রুনা বেগম, রুমা বেগম প্রমুখ এবং অন্যান্য স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিতকরণ ও উন্নত স্বাস্থ্যসেবার লক্ষ্যে সংগঠনের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin