নেত্রকোনা প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০জুন ২০২৫) নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।নির্বাচনে ১০টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের নেত্রকোনা ১০টি উপজেলায় মোট ১১২৮৮ জন ভোটারের মদ্যে ৮৩২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেল থেকে শুরু হয়ে রাতভর ভোট গণনা শেষে ২১ জুন শনিবার সকালে ফলাফল ঘোষণা করেন মোটরযান কর্মচারী ইউনিয়ন ত্রিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শফিক হাওলাদার।
নির্বাচনে মোঃ আব্দুল জলিল গরুর গাড়ি প্রতীকে ৫৩০২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সিদ্দিকুর রহমান চাকা প্রতীকে পান ২৪৮৭ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাইফুল ইসলাম হারিকেন প্রতীকে ৪৫১৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুলতু মিয়া বালতি প্রতীকে পান ৩৩৯২ ভোট।
এছাড়াও মোটরযান কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি হিসেবে মোঃ শেখ সেলিম, সহ সভাপতি মোঃ বজলুল রহমান, যুগ্ম সম্পাদক মোঃতারিফুর রহমান রিপন, সহ সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মোঃছাদেক খান, প্রচার সম্পাদক নিজাম হোসেন ভূইয়া, কোষাধ্যক্ষ মোঃকামরুল ইসলাম ও দপ্তর সম্পাদক হিসেবে মোঃ ওয়াজিবুল্লাহ্ শামীম নির্বাচিত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin