সেলিম মাহবুব:
ছাতক ও শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল-হেলাল বলেছেন সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক, চোরাকারবারি, চুরি-ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ রোধে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। এসব ক্ষেত্রে সাংবাদিক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন। তিনি বলেন প্রকাশিত সংবাদ গুলো যেন আতঙ্কমুখী না হয়ে সমাধানমুখী হয় এবং দেশ ও জাতির স্বার্থে প্রকাশিত তথ্য নির্ভর সংবাদ হয়। আমরা সকলেই একমত পোষণ করি এ দেশ আমাদের। সবার আগে আমদের দেশ এ চিন্তা চেতনা নিয়ে আমাদের কাজ করতে হবে। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো সি সি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এতে অপরাধ প্রবনতা অনেকটাই কমে যাবে বা অপরাধী সনাক্ত করতে সহজ হবে। সেনাবাহিনী অপরাধ দমনে কাজ করে যাচ্ছে, আপনাদের সকলের সহযোগিতা পেলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। তিনি এসব ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। বুধবার (১৮ জুন) সকালে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ছাতক সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহতাশিম আহনাফ শাহরিয়ার, শান্তিগঞ্জ সেনা ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট আল হোসাইন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সাবেক অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক শেরগুল আহমেদ, সাংবাদিক মাসুম হেলাল, আব্দুল আলিম, তৌহিদ চৌধুরী প্রদিপ, সেলিম তালুকদার, নুরুল হক, তাজুল ইসলাম, মাহফুজুর রহমান সজিব, শহীদনুর আহমেদ, কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুহেল তালুকদার, আল মামুন, আশিক মিয়া, রমজান আহমদ, মুশফিকুর রহমান স্বপন, সালেহ আহমদ, স্বপন কুমার বর্মন, আব্দুস সালাম, মিজানুর রহমান সহ জেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin