সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক আর্মি ক্যাম্পের নিয়মিত টহল টিম পিয়াইন নদীর, আমবাড়ি ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ভর্তি ৯ টি ট্রলার ও ৭ ব্যাক্তিকে আটক করেছে।
৯ বালু বর্তি ট্রলারে রয়েছে ১১ হাজার ৬ শত ৯০ ঘনফুট বালু। আটকৃতরা হলেন, জামালগঞ্জ উপজেলার দুর্লবপুর গ্রামের মোঃ আব্দুল আলীর পুত্র রুবেল মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলার কৌয়া গ্রামের হরে দাসের পুত্র বকুল দাস, একই উপজেলা ফুলভরী গ্রামের মুছব্বির আলীর পুত্র মোঃ নবাব মিয়া, ভীম খালি ইউনিয়নের নুরপুর গ্রামের মোঃ জমিদার পাঠানের পুত্র মোঃ জসিম উদ্দিন পাঠান, ছোট বাইট্টা গ্রামের মোঃ আব্দুল মান্নানের পুত্র মোঃ মোশাহিদ আলী, জামালগঞ্জ উপজেলার দুর্লবপুর গ্রামের মোঃ তাজুদ মিয়ার পুত্র মোঃ মঈন উদ্দিন ও সদরকান্দি গ্রামের নবী হোসেনের পুত্র মোঃ রমজান আলী। বৃহস্পতিবার সকালে আটক বালু ভর্তি ইঞ্জিন চালিত নৌকা সহ ধৃত ৭ জনকে ছাতক নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌ- পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin