স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১৮ জুন ২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৫.১০ ঘটিকার সময় সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন ১২ নং সদর ইউপির অন্তর্গত উত্তর লাবু সাকিনস্থ গোয়াইনঘাট-মাতুরতল বাজারগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ০৫টি সিএনজি গাড়ি হতে ৭,৫৪,০০০ শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ ১। রাসেল আহমদ (২৩), পিতা-মোহাম্মদ আলী, সাং-চাইরগ্রাম (হাকুরবাজার), থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গোয়াইনঘাট থানার মামলা নং-১৬, তারিখ- ১৮ জুন, ২০২৫, ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974; রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin