সিলেট বুলেটিন ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইট চলাচলের কারণে এক ঘণ্টা ধরে সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ রাখার পূর্বের নিয়ম বাতিল করেছে সরকার। জনসাধারণের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৮ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ড. ইউনূস বলেন, “নিরাপত্তার স্বার্থে এসএসএফকে কিছু সীমাবদ্ধতা মানতে হয়। তবে তা যেন কোনোভাবেই জনদুর্ভোগের কারণ না হয়—এটা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছি। বিশেষ করে বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের সময় ফ্লাইট অপারেশন বন্ধ রাখার নিয়ম আমরা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের যাতায়াতে স্বস্তি ফিরবে।”
তিনি আরও বলেন, “জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। এসএসএফ যেন শুধু নিরাপত্তায় সীমাবদ্ধ না থেকে মানুষের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখে, এটাই প্রত্যাশা।”
বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটে পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “দ্রুতগতির তথ্য প্রযুক্তি নিরাপত্তা হুমকিকে নতুন রূপে হাজির করছে। ফলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin