সিলেট বুলেটিন ডেস্ক:
রাজধানীতে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং মুজাহিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন (৬০) ২। কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুন ৩। ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিংকন (৫৭) ৪। কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমান (৬২) ও ৫। তুরাগ থানার ৫৩ নং ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (৪৮)।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ২:৪৫ ঘটিকায় রাজধানীর ফকিরাপুল এলাকা হতে মোহাম্মদ বেলায়েত হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। একইদিন রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মালেক আল মামুনকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।
অন্যদিকে, মঙ্গলবার রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় পাইকপাড়া এলাকা হতে শফিকুল ইসলাম লিংকনকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি দল। একই দিন রাতে চকবাজার এলাকা হতে হাজী লুৎফর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি দল। ডিবি ওয়ারী বিভাগের অপর এক টিম মঙ্গলবার দিয়াবাড়ি এলাকা থেকে মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin