নীলফামারী প্রতিনিধি:
বিনোদন প্রেমীদের পদচারণায় মুখরিত নীলফামারীর গ্রামীণ কুটির শিল্প মেলা। সারাদিনের ব্যস্ততা শেষে নিজেকে ও পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ নিতে উপচে পড়া ভীড় দেখা যায় নীলফামারী গ্রামীণ কুটিরশিল্প মেলায়।এছাড়া এ ধরনের মেলা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গাঁ করার পাশাপাশি স্থানীয় হস্ত শিল্পীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করে। তাদের তৈরী পণ্যের বাজারজাত করণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়াও এটি সুস্থ্যধারার বিনোদনের কেন্দ্র হতে পারে।’
তাহের ইভেন্ট ম্যানেজমেন্ট এর পক্ষে আবু তাহের জানান, মেলায় স্থানীয় ভাবে তৈরীকৃত হস্তশিল্প, বুননজাত পণ্য, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও সোঁনালী আঁশ পাটের সামগ্রীসহ নানা ধরনের কুটির শিল্পপণ্য প্রদর্শন ও পরিবেশনের (বিক্রির) জন্য অর্ধশত স্টল স্থান পেয়েছে। এছাড়াও শিশুদের বিণোদনের জন্য বিভিন্ন রাইডস্ রয়েছে। এতে মেলায় উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য পণ্যের প্রর্দশনের মাধ্যমে জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরছেন। সন্ধ্যার পরে মেলার মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন শিল্পীর একাধিক সংঙ্গীত পরিবেশন।
মঙ্গলবার (১৭জুন) রাতে মেলা ঘুরে দেখা যায় সকল বয়সী লোকদের উপচে পড়া ভীড় মেলায়।মেলায় ঘুরতে আসা নীলফামারী ডিমলার স্কুল শিক্ষক মোতালেব সরকার জানান, দিনের মধ্যে প্রচন্ড গরম থাকায় পরিবার পরিজন নিয়ে দীর্ঘ সময় মেলার অনেক কিছু উপভোগ করলাম।সবকিছু মিলে অনেক ভালো লাগলো আমি চাই প্রতিবছর এ ধরনের মেলা আমাদের জেলায় হইলে আমার ও সন্তানের মেধা বিকাশের সহায়তা করবে। পঞ্চগড় দেবীগঞ্জ থেকে আসা সুমাইয়া শিমু জানান, পড়াশোনার জন্য তিনি ঢাকায় অবস্থান করেন, নীলফামারী গ্রামীণ কুটির শিল্প মেলায় নানা রকম আয়োজন দেখে তিনি উৎফুল্ল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin