ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ই জুন) দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (১৮ই জুন) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উত্তর রানাপাশা গ্রামের ২নং ওয়ার্ডের মৃত আঃ কাদের মিনার পুত্র মহিদুল ইসলাম ওরফে মিন্টু মিনা(৩২) এবং মধ্য কামদেবপুর গ্রামের ৪নং ওয়ার্ডের মো. জয়নাল আবেদীনের পুত্র মো. রুবেল হাওলাদার (২০)।
নলছিটি থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রজু (মামলা নং-১৩, জিআর নং-৯৭/২০২৫) করা হয়েছে। তারা মাদক বহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin