নিজেস্ব প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে ভূয়া এম,বি,বিএস ডাক্তার মহসিন তারেক গাজীর দাপটের কাছে এলাকাবাসী দিশেহারা। গত কযেক বছর পূর্বে এই মহসিন তারেক গাজীনামের ভূয়া এম,বি,বি,এস ডাক্তার কাজীর বাজারে চেম্বার খোলে ডাক্তারি শুরু করে।গ্রামে নিরীহ সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে চিকিৎসা করতে থাকে। এলাকাবাসী তার পরিচয় জানতে চাইলে কখনো বলে বাড়ি ঢাকা,কখনো বলে রাজশাহী। এক পর্যায় তার চিকিৎসায় অনেক রুগী মরনাপ্ন হলে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্শন করলে জেলা র আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানের সংবাদ পেয়ে চেম্বার রেখে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সিলেট একটি চা বাগানের হাসপাতালে আবারও ভূয়া সার্টিফিকেট দেখিয়ে চাকরী নেয়। কিছু দিন যেথেই প্রশাসনের দৃষ্টি আসলে আবারও অভিযান চালালে পুলিশ তাকে হাতেনাতে ধরে জেলে পাঠায়। কিছুদিন পর জেল থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায়। এখন কিছুদিন ধরে আবার কাজীগঞ্জ বাজার এসে চেম্বার খোলে বসেছে। কেও কিছু বল্লে তার পালিত সন্ত্রাস বাহিনীর কথা বলে হুমকি দেয়,কখনো তার উপরে লোক আছে বলে ধমক দেয়।এলাকাবাসী তার আচারনে অতিষ্ঠ হয়ে পড়েছে। ভূয়া ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের সু দৃষ্টি কামনা করছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin