সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে পুলিশের অভিযানে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ আলী হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপির জমশেদপুর গ্রামের মনির উদ্দিনের পুত্র। গত রবিবার ওই শিক্ষক ছাতক পৌরসভার তাতিকোনা হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বাথরুমে এক শিশু শিক্ষার্থীকে জোরপুর্বক বলাৎকার (ধর্ষন) করেন। খবর পেয়ে থানার এস আই আখতারুজ্জামান, এস আই সোহেল রানা খন্দকার ঘটনাস্থলে পৌছে ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার ও শিক্ষককে গ্রেপ্তার করেন। বলাৎকারের শিকার শিশু শিক্ষার্থীর পিতা পৌরসভার এলাকার বাসিন্দা এ ব্যাপারে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে হাফেজ মোঃ আলী হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, (চার্জ অফিসার) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাতক থানায় এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা নং-১৯, তারিখ-১৭ জুন ২০২৫; নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছেন থানার এসআই (নিঃ) মোঃ সোহেল রানা খন্দকার।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin