কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে প্রেমিককে খুঁজতে গিয়ে এক তরুণী (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তরা তাকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটায়। ইতোমধ্যে এ ঘটনায় অটোরিকশাচালকসহ তিন জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, গ্রেপ্তারকৃতরা হলেন লাকসাম পৌর এলাকার বাসিন্দা অটোরিকশাচালক এনায়েত রহমান ওরফে সাক্কু, সাগর এবং স্বপন মিয়া।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং লাকসামের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত ৮ জুন প্রেমিকের খোঁজে লাকসাম বাজারে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় অটোরিকশাচালক এনায়েতের। প্রেমিককে খুঁজে দিতে রাজি হয় এনায়েত।
কিন্তু প্রেমিকের সন্ধান না পেয়ে রাতে লাকসাম রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে বসে থাকা অবস্থায় কিছু বখাটে তরুণীকে উত্ত্যক্ত করতে থাকে। তখন এনায়েত নিজেকে তরুণীর স্বামী হিসেবে পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে গভীর রাতে ওই বখাটেদের সঙ্গে যোগসাজশে এনায়েত তরুণীকে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়, যেখানে খোরশেদ, সাগর ও স্বপন তাকে পালাক্রমে ধর্ষণ করে।
পরদিন সকালে ভুক্তভোগী কর্মস্থলে ফিরে যান এবং পরে পরিবারের সহায়তায় ১৭ই জুন সোমবার রাতে থানায় এসে ভুক্তভোগীর মামাতো ভাই মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
ওসি নাজনীন সুলতানা বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে আরও একজন পলাতক রয়েছে, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ভুক্তভোগী তরুণী বর্তমানে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin