কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে সড়ক পারাপারের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত ওই নারী রাজারখোলা গ্রামের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৮ জুন) বিকেল পৌনে ৪ টায় ওই নারী বিজয়পুর বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির (TVS RTR) মোটরসাইকেল, যাতে তিনজন আরোহী ছিলেন, তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার তীব্রতায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছেছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, বিজয়পুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে দ্রুতগতির মোটরসাইকেল চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin