কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদের সামনের একটি দোকানে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। বুধবার ১৮ জুন দুপুর আনুমানিক ১২ টায় এ অগ্নিকাণ্ড ঘটে।
দোকানটি ছিল পাঠান পাড়া গ্রামের আইয়ুব আলী (পচা ) একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চোখের সামনে সব পুড়ে যেতে দেখেছেন দোকান মালিক আইয়ুব আলী (পচা) কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,আমার সব শেষ। এখন কিভাবে সংসার চালাবো জানি না।
অগ্নিকাণ্ডে দোকানের মালামাল, আসবাবপত্র, এবং নগদ অর্থ — সব কিছুই পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা বলে ধারণা করছেন স্থানীয়রা। নুর আমিন জানান ঘটনাস্থলে পৌঁছে দোকানে ঘটনা দেখতে পাই । নিভানোর কোন উপায় ছিল না।
মানবিক আবেদন দোকান মালিক এখন সম্পূর্ণভাবে সাহায্যের উপর নির্ভরশীল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin