শেরপুর প্রতিনিধি:
শেরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেকল্পে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (১৭ জুন) মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।
কর্মশালায়, বিগত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোয় মামলা দায়ের হয়েছে ২ হাজার ৮২ টি। এর মধ্যে ৯৬.৪৯ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে ৪ কোটি ৯২ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান বলেন, অল্প সময়ে স্বল্প খরচে, স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বসবাসযোগ্য সমাজ গঠনে গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin