স্টাফ রিপোর্টার:
সিলেটে অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে টাস্কফোর্স। মঙ্গলবার ধোপাগোল এলাকায় অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করেছে টাস্কফোর্স।এসময় ৩৩ টি ক্রাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করা হয়। এর আগে গতকাল সোমবার একই এলাকায় ৩০ টি ও জৈন্তাপুর এলাকায় ৫ টি অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে টাস্কফোর্স।সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে দুপুরে ৩ ঘন্টাব্যাপী অভিযান চালানো হয়।অভিযানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত গণমাধ্যমকে জানান, ধোপাগোলে সাদাপাথর এলাকা থেকে লুট করা পাথর ভাঙানো হচ্ছে। বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ ক্রাশার মেশিন, অবৈধভাবে তারা কার্যক্রম পরিচালনা করছিলো।সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।তবে, ব্যাবসায়ীরা জানান কোন নোটিশ না দিয়ে এমন অভিযানে বিপুল ক্ষতির মুখে পড়ছেন তারা।এর আগে, গত শনিবার জাফলং পর্যটন এলাকা পরিদর্শন করেন পরিবেশ ও জ্বালানি উপদেষ্টা। এসময় অবৈধ ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন জ্বালানি উপদেষ্টা ফওজুল করিম খান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin