গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে মাদক ব্যবসায়ীকে শনাক্ত করে দেওয়া কে কেন্দ্র করে সিলেটের জাফলংয়ে ঘুরতে আসা পর্যটকদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ জুন) ঈদুল আজহার তৃতীয় দিন বিকেল সাড়ে ৪ টার দিকে জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, পর্যটকের মারধর করেছেন কয়েকজন যুবক।
একজন যুবক উচ্চস্বরে গালিগালাজ করছেন এবং লাঠি দিয়ে দুই তিনজনকে পেটাচ্ছেন। এসময় একজন নারীর চিৎকারও শোনা যাচ্ছে। জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবক মাদক নিয়ে যাচ্ছিলেন। বিজিবি তাদের দেখে ধাওয়া করে। এসময় বেড়াতে আসা কয়েকজন পর্যটক বিজিবিকে তথ্য দেয়।
বিজিবি মাদক ব্যবসায়ীদের না পেয়ে চলে যায়। পরে বিজিবিকে তথ্য দেওয়াকে কেন্দ্র করে ওই পর্যটকদের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন বিষয়টি দ্রুত মিমাংসা করে দিয়েছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, বিষয়টি অবগত হয়েছি। বখাটেরা পর্যটকের ওপর হামলা করার সাথে সাথেই স্থানীয়রা বিষয়টি প্রতিহত করে। পরে সাংবাদিক ও স্থানীয় কয়েকজন মিলে ঘটনাস্থলেই দু'পক্ষের মিলিয়ে দেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin