স্টাফ রিপোর্টার:
শেরপুর পৌরসভার মোবারকপুর এলাকায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও ৩জন। বুধবার( ৪ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে আল আমীন (১৮), একই গ্রামের ইলিয়াস উদ্দিন মেম্বারের ছেলে ইমরান মিয়া (২০) ও তৃতীয় লিঙ্গের অজ্ঞাত একজন। আহত তিনজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জুন রাত ৯ টার দিকে ৬ জন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সাটি শেরপুর টাউনে আসছিলো। এ সময় মোবারকপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই আল আমীন (১৮) ও অজ্ঞাত তৃতীয় লীঙ্গের যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত ইমরান মিয়াকে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম মৃত ঘোষণা করেন। শেরপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার মো. আব্দুল কাদের সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় নিহত ৩ জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin