কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে সাড়ে ৭ হাজার কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার কেজি (৭.৫ মেট্রিক টন) সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে সনন্তোষপুর ইউনিয়ন পরিষদের পাশে থাকা বিভিন্ন গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়। জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে ওই ইউনিয়নের প্রায় ৮ হাজার দুঃস্থ মানুষের মাঝে ১০ কেজি করে বিতরণের জন্য দুঃস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচীর আওতায় ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। অভিযোগ ওঠে, চাল বিতরণের আগে ব্যবসায়ীদের কাছে চালের স্লিপ বা কার্ড বিক্রি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগমসহ ইউপি সদস্যরা। সেসব স্লিপে চাল উত্তোলন করে বাজারের বিভিন্ন গুদামে মজুদ করেন ব্যবসায়ীরা। অভিযোগ পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় পালিয়ে যায় অভিযুক্তরা।
হাফিজুর রহমান এবং আমিনুর রহমান নামে দুই ব্যক্তি জানান, ভারপ্রাপ্ত চেয়াম্যান এবং ইউপি সদস্যরা জনগণকে সামান্য স্লিপ দিয়ে বেশীর ভাগ স্লিপ ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে দেন। এসব স্লিপ দিয়ে চাল তুলে গুদামজাত করে ব্যবসায়ীরা। পরে বিষয়টি প্রমানসহ সেনাবাহিনীকে অবগত করলে তারা অভিযান চালিয় সাড়ে ৭ মেট্রিক টন চাল জব্দ করেন।
ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগমে জানান, পরিষদের বাইরে কোন ইউপি সদস্যরা স্লিপ বিক্রি করেছেন তা তার জানা নেই।নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হবে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
০৫, ০৬, ২৫
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin