হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবসে মানিকগঞ্জ সদর উপজেলার, হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি কৃষক সংগঠন ও উপজেলার সবুজ সংহতি কমিটির ঊদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমর রায়, মানিকগঞ্জ সদর উপজেলা সবুজ সংহতি কমিটির সদস্য ও যুব কৃষি উদ্যোক্তা শহীদুল ইসলাম, বরুন্ডি কৃষক কৃষাণি সংগঠনের সভাপতি বৈদ্যনাথ সরকার, নারী উদ্যোক্তা সবিতা রায়, সাধারণ সম্পাদক গুরুদাস সরকার।
বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা আলোচনা করে বলেন, প্লাষ্টিক দূষণ থেকে জীবন বাঁচাও, প্লাষ্টিক দ্রব্যাদি ব্যবহার করে মানুষ ও প্রাণির উপর প্রভাব পড়ছে, হচ্ছে বিভিন্ন রোগ। প্লাষ্টিক ব্যবহারে মাটির স্বাস্থ্য, পানি, বাতাস নষ্ট হচ্ছে। এ জন্য আমাদের আহবান "আমরা চাষাবাদে পলিথিন ব্যবহার করব না" চাষাবাদে মালচিং করার জন্য খড়কুটাই যথেষ্ট। কর কুটা পঁচে সার হবে। মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, বৈচিত্র্যময় ফসল চাষ হবে পরিবেশ রক্ষা হবে। পলিন আমার জমির মাটির নষ্ট করবে। প্লাষ্টিক নয়, পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। আমাদের সচেতনতা প্লাষ্টিক ব্যবহার থেকে মুক্ত করবে। আমরা আমাদের গ্রাম, আমাদের দেশকে সবুজ দেখতে চাই। এজন্য আমাদের সকলে মিলে কাজ করতে হবে। অংশগ্রহনকারীগণ আলোচনা শেষে প্লাস্টিক ও পলিথিনকে না; মাটির পাত্র ব্যবহারে পুকুর পাড়ে মানববন্ধন করেন। অংশগ্রহণকারীগণ সাজনা ফলের গাছ রোপন করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin