স্টাফ রিপোর্টার:
ঈদযাত্রা নির্বিঘ্নে নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিনিধিদের গঠিত একটি টিম বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস বিভিন্ন বাস কাউন্টারে এই অভিযান চালান এবং বাস কাউন্টারে পরিদর্শন ও যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এ বিষয়ে কথাবার্তা বলেন। এ সময় চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টার্মিনাল হতে গাড়ী ছাড়ার পূর্বে যাত্রীদের ফটো উঠানো, যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিদর্শনকালে ২টি পরিবহন কাউন্টার আরপি এলিগেন্স ও আরপি স্পেশাল রোকেয়াকে অতিরিক্ত ভাড়া আদায় দুটি মামলায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম, বিআরটিএ উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ডালিম উদ্দিন, সহযোগী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবু আশরাফ সিদ্দিক্,ী সিলেট বিভাগীয় কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, মো: মোশারফ হোসেন, মোঃ আব্দুল বারী প্রমুখ। বিআরটিএ’র এ অভিযান আরো জোরদার করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin