সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে সুরমা নদীর ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে ছাতক- আন্ধারীগাঁও ভায়া সুনামগঞ্জ সড়ক। সড়কের মল্লিকপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাজারের পাশে শুরু হয়েছে তীব্র ভাঙ্গন। যা গত তিন চার দিনের ভাঙ্গনের ফলে সড়কের পাকা পর্যন্ত এসে গেছে ভাঙ্গন। এছাড়া মাছুখালী ব্রীজের এপ্রোচের পশ্চিমাংশ ভেঙ্গে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। যে কোন সময় সড়কটি ভেঙ্গে সুরমা নদীতে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
এ সড়কের মল্লিকপুর ও মাছুখালী অংশের নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল সহ স্থানীয় বাসিন্দারা এবং সড়ক দিয়ে চলাচলকারী লোকজন সড়কের ভাঙ্গন এলাকা সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
২০২২ সালের বন্যায় এ সড়কটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে সংস্কার কাজ শুরু হয় ২০২৪ সালের শেষার্ধে। এল জি ই ডি"র বাস্তবায়নে মেরামত কাজ চলমান থাকা অবস্থায়ই দেখা দিয়েছে নদী ভাঙ্গন। যেনো বিপদ পিছু ছাড়ছেই ছাতক-আন্ধারীগাঁও ভায়া সুনামগঞ্জ সড়কটির। এদিকে নতুন সংস্কার কাজের বিভিন্ন অংশেও ফাটল সৃষ্টি হয়েছে এবং ধ্বসে যাচ্ছে।
ছাতক উপজেলা প্রকৌশলী মো.রফিকুল ইসলাম এ ব্যাপারে জানান, সড়কের মল্লিকপুর ও মাছুখালী অংশের নদী ভাঙ্গনএলাকা পরিদর্শন করা হয়েছে। অতি দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin