সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে সুরমা ব্রীজের এ্যাপ্রোচ রোডের উত্তর পাড়ের গোলচত্বর অংশে রোডের নীচে আকস্মিক ভাবে মাটি সরে যাওয়ায় বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। এতে রোডটি ভেঙে পড়ে ভয়াবহ দূর্ঘটনার সমূহ আশংকা বিদ্যমান।
ঝুকিপূর্ণ সড়কে যানবাহন চলাচল না করার জন্যে সওজ কর্তৃপক্ষ সতর্কতা মূলক ব্যবস্হা হিসেবে বালু ভর্তি বস্তা বসিয়ে রাস্তায় বেরিকেড দিয়েছে। পাশাপাশি বালু দিয়ে গর্ত ভরাটের কাজও চলছে।বিশেষজ্ঞ মহলের অভিমত বালু দিয়ে গর্ত ভরাটের কাজ কোনভাবেই টেকসই হবেনা।
স্থানীয় জনসাধারণের অভিযোগ, সুরমা ব্রীজের এ্যাপ্রোচ রোডের নির্মাণ কাজে চরম দূর্নীতি হয়েছে। নিম্ন মানের কাজের কারণে এ্যাপ্রোচ রোডের বিভিন্ন অংশে অল্প বৃষ্টিতে প্রায়ই ফাটল দেখা দেয়।
কর্তৃপক্ষ গর্ত মেরামত করে কোনমতে জোড়াতালি দিয়ে চালিয়ে নিচ্ছেন। সুনামগঞ্জের সওজ'র নির্বাহী প্রকৌশলী ডাঃ মোহাম্মদ আহাদ উল্যা ব্রীজের এ্যাপ্রোচ রোডে গর্তের সৃষ্টি হওয়ার কথা স্বীকার করে জানান, আপাতত বালু দিয়ে গর্ত ভরাটের কাজ চলছে। পরবর্তীতে এক্সপার্টের পরামর্শে কার্যকর ব্যবস্হা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin