খুলনা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ নৌ-যাত্রা নিশ্চিত করতে মোংলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদী ও ঘাট এলাকায় বিশেষ টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় বুধবার (৪ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোংলা, খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের শরণখোলা ও সাতক্ষীরার কৈখালীসহ গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটগুলোতে কোস্ট গার্ডের পৃথক টিম টহল দিচ্ছে। তারা মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি, বোট ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ নানা নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে। কোস্ট গার্ড সদস্যরা জানান, যাতে কোনো দুষ্কৃতিকারী নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে, সেজন্য তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোস্ট গার্ড বিসিজিএস স্বাধীন বাংলা জাহাজের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বলেন, ‘আমরা বুধবার সকাল থেকে মোংলা বন্দর, সুন্দরবন সংলগ্ন নদী এলাকা ও খেয়া ঘাটে বিশেষ টহল কার্যক্রম চালাচ্ছি, যা ঈদ পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।’কোস্ট গার্ড জানিয়েছে, ঈদের সময় যাত্রীসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দিন-রাত ২৪ ঘণ্টা তারা দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin