স্টাফ রিপোর্টার :
শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় পানিতে ডুবে নিলা ও শীলা নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১মে) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের বাবা একজন রিক্সা চালক। তারা দুই বোনই স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষার্থী।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সকলের অজান্তে ৫বান্ধবী মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে যায়। গোসল করাবস্থায় জমজ দুই বোন নিলা ও শিলা সহ আরো একজন জন পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ওই নালা থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করে। উদ্ধারকৃত ওই ৩ জনের মধ্যে নিলা ও শীলা মৃত্যুবরণ করে। এদিকে অপর একজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। ক সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin