নড়াইল, প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় মানের শিশু অলিম্পিয়াড। ৩১ মে ২০২৫ শনিবার স্থানীয় লক্ষ্মীপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ' নড়াইল চাইল্ড ফোরাম -এনসিএফ এর ব্যানারে সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১ম আঞ্চলিক শিশু অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এনসিএফ -এর প্রধান নির্বাহী বেলাল সানি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ( অব.)কাজী ইবনে হাসান। বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃরাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল ইমরান শেখ।
প্রায় শত জন শিশু শিক্ষার্থীর অংশগ্রহণে দিনভর এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় অলিম্পিয়াডটি। একটি লিখিত পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের মেধা যাচাই করা হয়। বিজয়ী ৩ জনকে প্রদান করা হয় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার অনুষ্ঠানে ছিল একটি উন্মুক্ত প্রতিযোগিতা। যেখানে শিশুরা কবিতা আবৃত্তি, গান এবং একক অভিনয়ের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে।
এছাড়া নড়াইলে শিশু সংগঠক হিসেবে মির্জা গালিব সতেজ (প্রতিষ্ঠাতা, সভাপতি- স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন) এবং মোঃ সবুজ সুলতান (প্রতিষ্ঠাতা, পরিচালক- মনিকা একাডেমি, নড়াইল) কে সামাজিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় এনসিএফ সম্মাননা-২০২৫ প্রদান করা হয়। আগামীতে এনসিএফ -এর কাছ থেকে আরো ভালো ভালো উদ্যোগ মানুষ আশা করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin