সুনামগঞ্জ প্রতিনিধি:
তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটি পুড়ে ৮০ভাহ ভস্মিভূত হয়েছে। স্হানীয় এলাকাবাসীর সূত্রে জানাযায়,হাউজবোটে থাকা ১২জন পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে পর্যটন স্পট নিলাদ্রী লেকের পাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
হাউজবোটের স্টাফ একজন জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২ জন পর্যটক নিয়ে প্রথমে তারা টাঙ্গুয়া হাওর ওয়াচ টাওয়ারে হাওর এদিক সেদিক ঘুরাঘুরি করেন। তারপর সেখান থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলে টাংগুয়া হাওর এলাকা থেকে চলে আসেন, নিলাদ্রী লেকে পাড়ে এসে রাত্রি যাপনের জন্য অবস্থান করেন।
পরে যার যার কেবিনের ভিতরে ছিলেন, তখন হাউজবোটে জেনারেটর চালানো ছিল এ অবস্থায় কেবিনের একজন তার মোবাইল ফোনের চার্জ দেওয়ার জন্য মাল্টি প্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।
প্রথমে নৌকায় থাকা স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভানোর জন্য, কিন্তু তারা কোনোভাবেই চেষ্টা করে পারছিলেন না; আগুন আরও বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। সে সময় পর্যটকদের চিৎকারে পার্শ্ববর্তী গ্রামের লোকজন ছোট ছোট নৌকা নিয়ে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, আগুন লেগে হাউজবোটটি পুড়ে গেছে। তবে পর্যটকদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin