চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:
গত তিন দিনের টানা ভারি বর্ষণে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ এলাকার হাউস ধানের রোপণকৃত জমি তলিয়ে গেছে, বন্ধ রয়েছে হাল চাষ ও ধানের চারা রোপণের সকল কার্যক্রম। স্থানীয়দের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চুনারুঘাট
উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিন জানান, তাঁর রোপণ করা ৩ কানি জমি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। আরও ৩ কানি জমি রোপণ করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। নতুন বন্যার পানিতে ধানের চারা সহ পুকুরের মাছ বেরিয়ে যাচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। টানা বৃষ্টিতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের কাঁচা রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, এতে মানুষের ভোগান্তি চরমে। গবাদি পশুর খাবারের ঘাস সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। তিন দিনের অবিরাম বর্ষণে সাধারণ মানুষ ঘরবন্দী হয়ে পড়েছে। স্বাভাবিক সময়ে চুনারুঘাট উপজেলার বাজারগুলোতে মানুষের যে আনাগোনা দেখা যায়, এখন তা প্রায় নেই বললেই চলে। বাজারগুলো একদম ফাঁকা দেখাচ্ছে, যা স্থানীয় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সার্বিকভাবে চুনারুঘাটের মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin