কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীতে চুরি হয়ে যাওয়া গাড়ি খুঁজতে এসে পাওয়া গেলো চোরাই মোবাইল ও মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশের চালান। শুক্রবার (৩০ মে) নগরীর বাগিচাগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই গাড়ি ও মোবাইলসহ মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে কোতওয়ালী মডেল থানা পুলিশ৷ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।
ওসি মহিনুল জানান, চুরি হয়ে যাওয়া একটি গাড়ির সন্ধান করতে গাড়িতে থাকা জিপিএস ট্র্যাকারের সাহায্যে গাড়ির অবস্থান শনাক্ত করা হয় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার একটি আবাসিক বিল্ডিংয়ের পার্কিংয়ে। সেখানে গিয়ে গাড়িটি পাওয়ার পর গাড়ির দরজা খুলতেই ভেতরে পাওয়া যায় বেশ কিছু মোবাইল ও মোবাইলের ডিস্প্লে। গাড়ির ভিতর থেকে ২১১ টি ভারতীয় নতুন ও পুরাতন মোবাইল ও ২২৪টি মোবাইলের নতুন ডিস্প্লে উদ্ধার করা হয়৷
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সুমন নামের এক ড্রাইভার সহ আরো ২ জন নগরীর বাগিচাগাঁও এর ওই আবাসিক ভবনের গ্যারেজ ভাড়া নিয়েছিলো। তারা সেখানে শুধু গাড়ি রাখতো। চোরাই গাড়িটিও তারা রেখেছে বলে জানায় বাড়ির কেয়ারটেকার।
এবিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম বলেন, আমরা শুধু গাড়ি, মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশগুলো পেয়েছি৷ যেহেতু চোরাই মোবাইলগুলো গাড়ির ভিতরে পেয়েছি তাই গাড়িটি কোর্টের মাধ্যমে তার প্রকৃত মালিক কে ফিরিয়ে দেওয়া হবে। এই ঘটনায় আমরা কাউকে আটক করতে পারিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদেরকে আটকের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin