ফরিদপুর প্রতিনিধি:
গণঅধিকার পরিষদ (জিওপি) ফরিদপুর জেলার সালথা উপজেলার (আংশিক) কমিটি অনুমোদন দিয়েছে ফরিদপুর জেলা কমিটি। বৃহস্পতিবার (২৯ মে) গণঅধিকার পরিষদ কমিটির ফরিদপুর জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক ফরহাদ মিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টি নিশ্চিত হওয়া গিয়েছে।
কমিটিতে সভাপতি ফারুক ফকির ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা (ইমরান)। ৪৩ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান হেদায়েত, সহ-সভাপতি আকাশ হোসেন, নজরুল চৌধুরী, মানিক মোর্শেদ, চান মিয়া, সাঈম শেখ, আরব আলী, সোনা শেখ, আশরাফ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক এসকে রুবেল হোসাইন, আজাদুর রহমান জুয়েল, মোঃ জাহাঙ্গীর হোসেন, রাসেল হোসেন, গৌতম দাস, শাহ আলম (মুন্না), জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, পল্লব দাস, নাঈম মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াদ শেখ, শাকিল শেখ, জসিম নওফেল। দপ্তর সম্পাদক তামিম হোসেন, সহ দপ্তর সম্পাদক সাব্বির বিশ্বাস, অর্থ সম্পাদক সোহেলা রানা, সহ অর্থ সম্পাদক ইব্রাহিম শেখ, প্রচার প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন, সহ প্রচার প্রকাশনা সম্পাদক জসীম উদ্দিন, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সম্পাদক এনায়েত হোসেন, সহ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর ফকির, আইন বিষয়ক সম্পাদক ইমান শেখ (ইমন), মানবাধিকার সম্পাদক আমিনুর ইসলাম, ধর্ম সম্পাদক রিয়াজ মাতুব্বর, সদস্য রবিউল ইসলাম, দিপু মিয়া, আলামিন হোসেন, শিহাব উদ্দিন, আরিফ হোসেন, রিমন শেখ।
নবগঠিত কমিটির সভাপতি ফারুক ফকির ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা বলেন, গণ অধিকার পরিষদ গণ মানুষের দল। ভিপি নুরের হাত ধরেই এই দল প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আমাদেরকে গণ অধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সভাপতি-সম্পাদক নির্বাচিত করায় জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নব গঠিত এই কমিটি সালথা উপজেলার মানুষের কল্যানে এগিয়ে যাবে। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি আমরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin