বিশেষ প্রতিনিধি :
বোয়ালখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভেতর এবং স্বাস্থ্য কমপ্লেক্স এর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম সম্পন্ন করে যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালি উপজেলা টিম। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি এবং যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালি উপজেলা টিম এর দলনেতা এবং যুব সদস্যবৃন্দ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সেবা উন্নয়ন, স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, বর্জ্য ব্যবস্থাপনা, এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে তারা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, পানি এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগণকে সচেতন করছে।
এই কার্যক্রমের মাধ্যমে রেড ক্রিসেন্ট দেশের স্বাস্থ্য সেবা খাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করে জনগণের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অবদান রাখছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin