বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় তারুণ্যের সমাবেশ ২৪/০৫/২০২৫ ইং শনিবার তারুণ্যর সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু সেটা হবে নির্দলীয় সরকারের অধীনে। আওয়ামী লীগের কাটাছেড়া করা সংবিধান অনুযায়ী কোন নির্বাচন হবে না। বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দফা এক, প্রধানমন্ত্রীর পদত্যাগ। ভিসা নীতি নিয়ে সরকারের অগোছালো বক্তব্যে প্রমাণ হয়েছে তারা ভীত। তাই আদায়ে রাজপথে ফয়সালার হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল।
বগুড়ায় তারুন্যের সমাবেশকে ঘিরে বগুড়া এখন মিছিল, স্লোগান ও দেশাত্মবোধক সংগীতে মুখর ও গণজোয়ারে পরিণত হয় সবার লক্ষ্য এখন বগুড়ার ঐতিহাসিক সেন্ট্রাল স্কুল ময়দান। সেখানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকালের দিকে বগুড়ায় ভারি বৃষ্টির কারনে শহরের রাস্তাঘাট পানিতে ডুবে গেলেও রাজশাহী ও রংপুর বিভাগের জেলা থেকে আগত তরুনেরা সব উপেক্ষা করে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ছুটে চলেছে সমাবেশস্থলে। তারা স্লোগান দিচ্ছে জিয়া তোমায় ভুলিনি, ভুলবোনা, সংগ্রামের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ বলে। এছাড়াও প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ ' সহ বিভিন্ন দেশাত্মবোধক সংগীত বাজানো হচ্ছে শহরের মোড়ে মোড়ে। বেলা ৪ টায় এই মুহূর্তে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল ময়দান কানায় কানায় পুর্ণ হয়ে গেছে। স্টেজে বাজানো হচ্ছে দেশাত্মবোধক সংগীত। আয়োজকেরা জানান, আসরের নামাজের পরে প্রধান ও বিশেষ অতিথিগণ বক্তব্য দিতে সভামঞ্চে আসবেন এবং বক্তব্য দেবেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin