ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ ইতি আক্তার রঞ্জু(৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(২২ মে) দিবাগত রাত ১২টার দিকে নলছিটি পৌরসভাধীন নাঙ্গুলী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ও ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ইতি আক্তার রঞ্জু ওই এলাকার বাসিন্দা ও পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরে আলম হাওলাদারের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টার দিকে পৌর এলাকার নাঙ্গুলী গ্রামে আসামির নিজ বাড়িতে মাদক দ্রব্য বিক্রি করা হচ্ছে খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তার কাছ থেকে উক্ত মাদক উদ্ধার করা হয়। এসময় তার স্বামী মিরাজ মাঝি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, সংবাদ পেয়ে অভিযান করে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ও ১’শ গ্রাম গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ### ২৩শে মে ২০২৫ইং।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin