স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম:তারিখ:২১-০৫-২০২৫ইং সন।কুড়িগ্রামের রাজারহাটে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টেের জেড়ে সাময়িক বরখাস্ত সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে নিঃশর্তে কর্মস্থলে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা তিন ঘটিকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধনে সমবেত হয়।
মানববন্ধন বক্তারা চব্বিশের গণ-অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিবুল হক বসুনিয়ার বিরুদ্ধে আইসিটি নামক কালো আইনে সাময়িক বরখাস্ত নি:শর্তে প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন।অবিলম্বে নি:শর্তে সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা না হলে দেশজুড়ে কর্মসূচির ঘোষণা করেন বক্তারা।রাজারহাট উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন,প্রধান শিক্ষক সাইফুর রহমান মন্ডল, শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদ,রায়হান রাজু, সমাজ সেবক মো: নুর ইসলাম,মতিউর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin