অনলাইন ডেস্ক:
"সবুজ আন্দোলন জোরদার করি,বিষমুক্ত জীবন গড়ি" এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ সবুজ সংহতি ও বারসিক এর যৌথ আয়োজন এবং দি সোয়ালজ ইন্ডিয়া- বাংলাদেশের সহযোগিতা য় মানিকগঞ্জ আরব ভবন মিলনায়তনে ১৯-২১ মে ২০২৫ তিনদিনব্যাপী সবুজ সংহতি সদস্যদের জন্য কৃষিপ্রতিবেশ, জলবায়ু ন্যায়বিচার এবং খাদ্য সার্বভৌমত্বের ওপর সক্ষমতা বৃদ্ধি বিষয়ক
প্রশিক্ষণ,মাঠপরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জেলা সবুজ সংহতির আহবায়ক কৃষিবিদ ড. আব্দুল খালেক এর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় প্রধান সহায়কের ভূমিকা পালন করেন বারসিক পরিচালক গবেষক পাভেল পার্থ।
২য়দিনে মানিকগঞ্জে ঐতিহ্যবাহী ধলেশ্বরী নদীর প্রবেশমুখ তিল্লির ঘাটে মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়। তৃতীয়দিনে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত জাগীর ব্রীজের নিচে নদী পুনঃখনন,দখল,দুষনমুক্ত করে নদীর অবাধ প্রবাহের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মেঘশিমুল নাজমা বেগমের এএলসি সেন্টারে কৃষক- কৃষাণীদের সাথে অবিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।
এইসকল কর্মসূচির বিভিন্ন পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট পরিবেশ ও জলবায়ু কর্মী অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, প্রফেসর আনিসুর রহমান, কবি আনিসুর রহমান খান আলিনুর, মির্জা ইস্কান্দার, কবি মইন বিশ্বাস প্রমুখ।
আলোচনায় স্থানীয় নদী- নালা,খাল- পুকুর- ডোবা খনন করে পানির অবাধ প্রবাহের দাবি জানানো হয়। এছাড়াও বিষমুক্ত কৃষি চর্চা বৃদ্ধি ও প্রাকৃতিক উৎস সুরক্ষার জন্য সবুজ আন্দোলন জোরদার করার আহবান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin